নওগাঁওয়ে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় ওই ক্লিনিকের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, ইউএনও মো. শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মাহাবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রতন পাঠান।

০৮ অক্টোবর, ২০১৯।