নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন ব্যবসায়ীদের হাতে ৩ জেলে আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নদী সীমানায় কতিপয় অসাধু জেলেরা বিষয় প্রয়োগ করে মাছ নিধন করে নদীর পানি দূষিত করে তুলছে। এতে করে নদীতে বিচরণকারী মৎস্য সম্পদ নির্বিচারে ধ্বংস হয়ে যাচ্ছে। এমনিভাবে মাছ নিধন করে শহরের পালবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ীরা ৩ জেলেকে আটক করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের ডেকে এনে মুচলেকার মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর সকালে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের ছৈয়াল বাড়ির আবুল ছৈয়ালের ছেলে মামুন ছৈয়াল, আহছান শেখের ছেলে কাদির শেখ ও শ্রীপুর গ্রামের রুহুল আমিন খান বহরিয়া এলাকার মেঘনা নদীতে অপর জেলেদের ঝাক ফেলা স্থানে কীটনাশক জাতীয় ঔষধ ব্যবহার করে এই তিন জেলে জাগের সকল মাছ মেরে পালবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে আসে। বাজারের মাছ ব্যবসায়ীরা মাছগুলোকে কীটনাশকের সাহায্যে নিধন করে আনা হয়েছে বলে মামুন ছৈয়াল, কাদির শেখ ও রুহুল আমিন খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা নদীতে দেওয়া জাগে কীটনাশক ব্যবহার করে মাছ নিধনের বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে ওই এলাকার সাবেক মেম্বার নান্নু শেখের ছেলে তানভীর হোসেনসহ জেলেদের পরিবারের লোকজন দ্রুত শহরের পালবাজারে ছুটে আসেন। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর শহরের কোর্ট স্টেশন, পশ্চিম পার্শের প্লাটফর্মের মাছের গদিতে আটক ৩ জনকে নিয়ে বাজারের মৎস্য ব্যবসায়ীরা বিষয়টি সমাধানের লক্ষ্যে বসেন। পরবর্তীতে আটক মামুন ছৈয়াল, রুহুল আমিন ও কাদির শেখ প্রকাশ্যে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে উল্লেখ করেন, তারা আর কখনো নদীতে বিষয় প্রয়াগ করে ঝাকের মাছ আর নিধন করবে না।
তারা আরও জানায়, বহরিয়া বাজারের বিল্লাল নামের জনৈক ব্যক্তি পশু-পাখির ঔষধের দোকান থেকে এই মাছ নিধনের কীটনাশক ঔষধ ক্রয় করে তারা নদীতে মাছ নিধন করত।
প্রকৃত মৎস্য ব্যবসায়ীরা জানান, আমরা গত ৩/৪ বছর ধরে জেলেদের মাঝে দাদন দিয়ে ঝাকের মাছ আমদানি করতে পারছে না। কতিপয় অসাধু জেলেরা ঝাক দেওয়া স্থানে কীটনাশক জাতীয় ঔষধ ব্যবহার করে নদীর পানি দূষণসহ মাছ নিধন করছে। আমরা এদের হাত থেকে রক্ষা করতে প্রতিকার চাই। বুধবার সকালে এই ৩ জেলে নদীতে কীটনাশক ঔষধ ব্যবহার করে মাছ নিধন করে পালবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসলে আমরা তাদের ধরে ফেলি।
গতকাল মুচলেকা দেয়ার সময় উপস্থিত ছিলেন তানজিল হোসেন, ইব্রাহিম মিয়াজী, খোরশেদ আলম, তছলিম বেপারী, প্রিয়লাল সরকার, ফারুক মোল্লাসহ আরও অনেকে।