স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্বাচনী কার্যালয়ে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুর রহিম খান, সাধারণ সম্পদাক আব্দুল আজিজ দেওয়ান, সহ-সভাপতি হেদায়েত উল্লাহ মিজি, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান খান লালু, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, সাংগঠনিক সম্পাদক মাসুদ আখন্দ, দপ্তর সম্পাদক মজিবুর রহমান আখন্দ মাইনু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন ও সদস্য জাকির হোসেন বেপারীসহ নেতৃবৃন্দ।
এসময় মেয়র জিল্লুর রহমান জুয়েল সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁদের কাক্সিক্ষত সেবা যেনো বর্তমান পৌর পরিষদ করতে পারে সে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
১৯ অক্টোবর, ২০২০।