সাহেদ হোসেন দিপু :
হাইমচর উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসা থেকে শুরু করে স্থাপনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই সমস্যার স্তূপ হয়ে রয়েছে। ফলে স্বাস্থ্য সেবা বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। পদে চেয়ে কম চিকিৎসক থাকলে যারা আছেন তারাও ঠিকমতো সেখানে সেবা দেন না বলে অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১১ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে ৪ জন চিকিৎসকের মাধ্যমে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা। এক্স-রে মেশিন থাকলেও জনবলের কারণে ব্যবহার না হওয়ায় তা বিকল হয়ে পড়ে আছে। ডেন্টাল ইউনিট নামে একটি ইউনিট আছে, কিন্তু কোন কার্যক্রম নেই। ইসিজি মেশিন অচল। উচ্চ ক্ষমতাশীন একটি জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ না থাকায় তা ব্যবহার হচ্ছে না। রাতে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।
পানির জন্য কমপ্লেক্সটিতে চলছে হাহাকার। ট্যাংকি ও পাইপ লাইনে শতভাগ আয়রনের পানি থাকায় তা কেউ ব্যবহার করতে পারছে না। তবে রোগী ও কর্মকর্তারা বাইরে থেকে পানি এনে প্রয়োজনীয় কাজ সারছে। রোগীদের ভোগান্তির যেন কোন শেষ নেই। সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ বেলায়েত হোসেনের সাথে কথা বললে তিনি জানান, কমপ্লেক্সটিতে প্রধান সমস্যা হচ্ছে চিকিৎসক সংকট। এছাড়া বিভিন্ন সমস্যা রয়েছে। বিশেষ করে জেনারেটর ও পানির সমস্যা। চিকিৎসকের স্বল্পতাসহ এসব সমস্যার সমাধানের জন্য আমরা বার-বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। ইতোপূর্বে কমপ্লেক্সের অভ্যন্তরীণ কিছু সমস্যা সমাধান করা হয়েছে। আশা করি খুব সহসাই বাকি সমস্যাগুলোও সমাধান করা হবে।
- Home
- প্রথম পাতা
- নানা সমস্যায় জর্জরিত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা