নারায়ণপুরের লক্ষীপুরে অগ্নিকান্ডে নিহত পরিবারে পাশে ইউএনও শাহিদুল ইসলাম

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মুন্সী বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকা-ে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। তিনি গত সোমবার রাতেই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নিহত মিলন বেগমের স্বামী গোলাম মোস্তফা ও তার ছেলে মনির হোসেনকে শান্তনা দেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও আরো সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে।