নারায়ণপুরে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন


মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে ভিশন-২০৪১ বাস্তবায়ন উপলক্ষে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান।
তিনি বলেন, বর্তমান সরকার মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার লক্ষে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে আমরা সরকারের সহযোগী। মাদক নামক কলংকজনক অধ্যায় থেকে সুষ্ঠু, সুন্দর, সামাজিক ও পারিবারিক জীবনে সন্তানকে ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি সচেতন হতে হবে মায়েদের। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব। তাহলেই কেবল আমরা বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।
বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদ খান বাবু, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না প্রমুখ।
এসময় নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টার, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, জমির হোসেন পাটোয়ারীসহ শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

০৪ সেপ্টেম্বর,২০১৯।