
শোককে শক্তিতে পরিণত করে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে
….অ্যাড. নুরুল আমিন রুহুল
মাহফুজ মল্লিক/মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল মতলবের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জাতির জনকের শাহাদাতবার্ষিকীর শোককে শক্তিতে পরিণত করে বিএনপি-জামায়াতের দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য নেতাকর্মীদের তৈরি থাকতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের জন্য কাজ করে। জনসেবায় কাজ করে। এদেশে লুটপাটের রাজনীতির সাথে কখনোই আওয়ামী লীগ জড়িত ছিল না।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মবিন সুজন প্রধানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল গোস্বামী, জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সহ-সভাপতি লিয়াকত হোসেন, আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারি, রাশেদ খান, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন প্রধান, শামছু মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান কাকন, জাহিদ খান বাবু, গিয়াস উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহেরুল ইসলাম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না।
এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাউছার আহম্মেদ।
২৪ আগস্ট, ২০১৯।