মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ বড়কুল পশ্চিম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রামচন্দ্রপুর বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের অংশগ্রহণ ছাড়া দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। আমরা রাজনৈতিক ও দেশের সব উন্নয়ন কর্মকা-ে নারীদের সম্পৃক্ত করতে চাই। এজন্য নারীদের নিয়ে উপজেলাসহ ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে। যারা রাজনৈতিক কর্মকা-সহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের উন্নয়ন বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং চলমান রয়েছে। এই উন্নয়নের ছোয়া হাজীগঞ্জ-শাহারাস্তি উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে। আমরা দুই উপজেলায়, সেতু, ব্রিজ, কালভার্ট, পুল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট পাকাকরণ, সামাজিক নিরাপত্তাবলয়সহ অসংখ্য উন্নয়ন কাজ করেছি। যা এখনো চলমান আছে। ইউনিয়নভিত্তিক এসব উন্নয়নের বিস্তারিত তথ্য একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে।
মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক বেগম সুফিয়া মাইনুদ্দিন।
বড়কুল পশ্চিম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন খাঁন ও আবুল হোসেন আবু, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত।
ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এমরান হোসেন খন্দকার, জেলা যুবলীগের সাবেক সদস্য আবুল বাশার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাছের সুমন, যুবলীগ নেতা শাহআলম, ছাত্রনেতা আক্তারুজ্জামান বাবু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, জাকির হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বকুল, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সহ-সম্পাদক জিকরুল্লাহ, দপ্তর সম্পাদক ইউছুফ আলী, প্রচার সম্পাদক শাহআলম শিপন, ক্রীড়া সম্পাদক সুজন কাজীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
- Home
- প্রথম পাতা
- নারীদের অংশগ্রহণ ছাড়া দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : টেলিকনফারেন্সে মেজর অব. রফিকুল ইসলাম