স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সঠিক ইতিহাস চর্চা ছাড়া যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়। ভবিষ্যত প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সঠিক ইতিহাস চর্চা করতে হবে। গত শনিবার ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘ইতিহাসে নারী: দক্ষিণ এশিয়া প্রসঙ্গ’ প্রতিপাদ্য নিয়ে ৪৯তম বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সঠিক ইতিহাস চর্চা এবং নারীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে। ইতিহাস জানা ও বোঝার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতকে সঠিকভাবে তৈরি করে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের অতীত গৌরব তুলে ধরার পাশাপাশি নতুন ইতিহাস বিনিমার্ণের খুঁটিনাটি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন ইতিহাস পরিষদ। সরকার শিক্ষার প্রতিটি স্তরে বাংলাদেশ স্টাডিজ, মুক্তিযুদ্ধের ইতিহাস সংযুক্ত করেছে। নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীরা সবক্ষেত্রে শক্ত অবস্থান করে নিচ্ছেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে নারীরা যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। ঘরে ঘরে মায়েরা মুক্তিযোদ্ধাদের আহার জুগিয়েছেন। ভাষা আন্দোলনেও নারীদের ভূমিকা ভোলার নয়। প্রতিটি আন্দোলন-সংগ্রামে তারা ভূমিকা রেখেছেন। কিন্তু সেই ইতিহাস অবহেলিত থেকে গেছে।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সম্মেলন থেকে নারীদের অনেক জানা-অজানা বিষয় ওঠে আসবে। যা ইতিহাস গবেষক নয় সাধারণ মানুষকেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করবে। একইসঙ্গে সরকারকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করবে।
বাংলাদেশ ইতিহাস পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী স্বাগত বক্তব্য দেন।
- Home
- প্রথম পাতা
- নারীরা সবক্ষেত্রে শক্ত অবস্থান করে নিচ্ছেন
Post navigation

