মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি লায়ন জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির তালুকদারের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে একজনকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করার লক্ষ্যে আলোচনা হয়। পরে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. সফিউল আলম মাসুদের নাম কো-অপ্ট সদস্য হিসেবে প্রস্তাব করা হলে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে তাকে কো-অপ্ট সদস্য মনোনীত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মুনির হোসেন পাটোয়ারী, দাতা সদস্য মো. মামুন মিয়া, অভিভাবক সদস্য গোবিন্দ ঘোষ, মো. তফাজ্জল হোসেন, নিত্য গোপাল দাস, মো. শাহ আলম, মর্জিনা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. নজরুল ইসলাম, নূর উদ্দিন মিয়া ও তাহমিদা আক্তার।
০৭ অক্টোবর, ২০১৯।