নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাসুদ পাটোয়ারীর ব্যাপক গণসংযোগ

 

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাসুদ পাটোয়ারী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ পাটোয়ারী। তিনি ঐদিন ইউনিয়নের নায়েরগাঁও বাজার, শাহপুর, আশ্বিনপুর, ঘোড়াধারী, কাজিয়ারাসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের বিগত বছরের উন্নয়নের ধারাবাহিকতা এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের ২ বছর উন্নয়নমূলক কর্মকান্ডের সফলতা সম্পর্কে জনগণের কাছে তুলে ধরেন চেয়ারম্যান পদ প্রার্থী মো. মাসুদ পাটোয়ারী। এছাড়া তিনি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। ওইদিন তিনি ৫ শতাধিক দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ জনগণকে সাথে নিয়ে পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য বিনয় ভূষণ মজুমদার, সুমন সরকার, উজ্জ্বল, জয়নাল, উত্তম দাসসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
৩ জানুয়ারি, ২০২১।