নিউইয়র্কে ড্যাফোডিল অ্যালামনাই নর্থ আমেরিকার পূনর্মিলনী

?????????? ????????? ????????????? ?????????? ?? ???

প্রেস বিজ্ঞপ্তি
গতকাল শনিবার নর্থ আমেরিকার নিউইয়র্কে ড্যাফোডিল অ্যালামনাইদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার ম্যানহাটনের স্কাই পোর্ট মেরিনা থেকে ‘এম্পায়ার ক্রুজ’ জাহাজটি ছেড়ে যায়। একটানা চার ঘণ্টা পানিতে ভেসে বেড়ানোর সময় এতে থাকা এলামনাই সদস্যরা স্মৃতিচারণ করেন, নাচে-গানে আনন্দে মেতে উঠেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
এছাড়া অনুষ্ঠানে আরো যোগ তেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন। নর্থ আমেরিকায় বসবাসকারী ড্যাফোডিল পরিবারের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজন সম্পর্কে ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, কয়েক সহস্রাধিক ড্যাফোডিল অ্যালামনাই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অনেকে অনেক গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন দেশভিত্তিক নন-রেসিডেন্ট ড্যাফোডিল অ্যালামনাই নেটওয়ার্ক গঠন ও সেগুলোর সমন্বয়ে গ্লোবাল নেটওয়ার্ক স্থাপন করে বাংলাদেশের উন্নয়নে তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগানো যায় সে লক্ষ্যে এ আয়োজন। এর আগে ২৪ ফেব্রুয়ারি লন্ডনে এ ধরনের পূনর্মিলনীর আয়োজন হয়েছে এবং আগামিতে কানাডায়ও এ ধরনের আয়োজন করা হবে। বিশ্বব্যাপী ড্যাফোডিলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের উন্নয়নে এর কার্যকর বহিঃপ্রকাশ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ড্যাফোডিল পরিবারের প্রায় ৬০ হাজার প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে নানা পর্যায়ে কর্মরত রয়েছে। ড্যাফোডিল থেকে পাস করা প্রায় ৫ শতাধিক বিদেশী শিক্ষার্থী দেশের বাইরে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানীতে এবং তাদের নিজ নিজ দেশে বিচার বিভাগ, উপাচার্য, মন্ত্রী, প্রতিরক্ষা বিভাগসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। ড্যাফোডিল থেকে পাস করা এলামনাইরা ‘নন-রেসিডেন্ট ড্যাফোডিল এলামনাই’ এর ব্যানারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।