নিখোঁজ সাংবাদিক মুসফিকের সন্ধানের দাবিতে শাহরাস্তিতে মানববন্ধন


শাহরাস্তি ব্যুরো
মোহনা টেলিভিশনের নিখোঁজ সিনিয়র স্টাফ রিপোর্টার মুসফিকুর রহমানকে ফিরিয়ে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করে শাহরাস্তিতে মোহনা টেলিভিশন দর্শক ফোরামের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মোহনা টেলিভিশনের সৌদিআরব প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সৈয়দ আমরুজ্জামান সবুজ, দ্বীন মোহাম্মদ মুন্না, সিদ্দিকুর রহমান নয়নসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যেই নিখোঁজ সাংবাদিক মুসফিকুর রহমানকে ফিরিয়ে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

০৬ আগস্ট, ২০১৯।