নির্বাচনী প্রচারণায় এগিয়ে মিজানুর রহমান কালু ভূঁইয়া

সদর উপজেলা পরিষদের

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সফল সভাপতি ও বর্তমান আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রচার প্রচারণায় এগিয়ে। গতকাল বুধবার সকালে ব্যাপক গণসংযোগ করেন বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ বাজারে। পরে পরিষদ কার্যালয় নির্বাচনী কর্মী সভা করেন। বিকেলে মৈশাদী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান।
নির্বাচনী প্রচারণায় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, গাজী শাহাদাৎ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. বিল্লাল মাঝি, পৌর যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম প্রধানিয়া, আমির হোসেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. সোহান ভূঁইয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. হেলাল উদ্দীন মাঝি, জেলা ছাত্রলীগ সাবেক নেতা আরিফ হোসেন শান্ত ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক সফিক গাজী, বালিয়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির জমাদার, সোহেল পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ মিয়াজী, ৭নং ওয়ার্ড সভাপতি মহাসিন মিয়াজী, গাজী ওমর ফারুক।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সব শ্রেণি-পেশার ভোটাররা তার সাথে ছিলেন।