শিক্ষাবান্ধব সরকার শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর
…………নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শিক্ষকদের সম্মান করেছেন। এরপর সম্মান করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য কাজ করব। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এ লক্ষ্য অর্জনে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে সরকার।
এমপি রুহুল সিঙ্গাপুর-মালেয়েশিয়ার কথা টেনে বলেন, সিঙ্গাপুরের জনগণ তাদের প্রয়াত নেতা লিকুয়ানকে ২৫ বছর সময় দিয়েছিল বলেই দেশটি আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তেমনিভাবে শেখ হাসিনাকে লিকুয়ানের মতো সময় দিলে অবশ্যই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। শিক্ষাবান্ধব সরকার শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অবৈতনিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।
নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ মাইনুল হোসেন খান নিখিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু সুফিয়ান।
ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, কেন্দ্রিয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম শহীদুজ্জামান, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোতাহের হোসেন খান সুফল, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মমিনুল হক দেওয়ান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ওবায়দুল্লাহ হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোজাম্মেল হক, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম মিলন, শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রমুখ।
পরে সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- নিশ্চিন্তপুর উবি’র ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুরস্কার বিতরণ
Post navigation

