হাইমচর ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাইমচর উপজেলা শাখাকে তৃণমূল পর্যায়ে থেকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে হাইমচর উপজেলা যুবদল আহ্বায়ক মো. জহির মাঝি ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মান্নান আখনের যৌথ স্বাক্ষরে উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন যুবদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে আহ্বায়ক পদে মো. মনিরুজ্জামান মনি খাঁন, সদস্য সচিব মো. ফিরোজ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. আব্বাছ উদ্দিন মাল, কাদির খাঁন, রুহুল আমিন সরদার, শাহিন সরদার, বিল্লাল খাঁনকে মনোনীত করা হয়।
আগামি ৩০ দিনের মধ্যে প্রতিটা ওয়ার্ড কমিটি সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
০১ ফেব্রুয়ারি, ২০২১।