নুরুল আমিন রুহুল এমপি’র কণ্ঠ নকল করে অডিও ভাইরাল


স্টাফ রিপোর্টার
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল আমিন রুহুলের কণ্ঠ নকল করে মো. হান্নান ওরফে জাপানি হান্নান নামের এক ব্যক্তি এবং তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ফোনের কথোপকথন তৈরি করে অডিও ভাইরাল করছে বলে অভিযোগ উঠেছে। এতে নুরুল আমিন রুহুল এমপি এবং মতলবের সুধী সমাজ ও সর্বস্তরের জনগণের মধ্যে প্রতিবাদ ও ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে নুরুল আমিন রুহুল এমপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার দ্বারা অবৈধভাবে হীন ও অশুভ স্বার্থ চরিতার্থ করতে না পেরে ফোনে আমার কণ্ঠ নকল করে তা যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এটি ষড়যন্ত্রমূলক। আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করার জন্যই এমন অপকর্ম করা হয়েছে। এ বিষয়ে আইসিটি আইনে শিঘ্রই মামলা করা হবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংসদ নুরুল আমিন রুহুলের নকল করে ফোনের কথোপকথন ভাইরাল করায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সুধীমহল ও সর্বস্তরের জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা জাপানি হান্নান এবং তার দুষ্কর্মের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের আহ্বান জানান স্থানীয় প্রশাসনের কাছে।
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, এলাকায় উন্নয়নমূলক কর্মকা-ের পাশাপাশি মাদক, চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় একটি স্বার্থান্বেষী মহল এমপি নুরুল আমিন রুহুলের বিরুদ্ধে এ ষড়যন্ত্র করছে।
মতলব সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক কবি ও সাংবাদিক অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন বলেন, এটি একটি জঘণ্য ও প্রতারণামূলক কাজ। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি দেয়া দরকার।

০৬ অক্টোবর, ২০১৯।