মতলব উত্তর ব্যুরো
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলার ছেংঙ্গারচর পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর উপজেলা কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ এর পৃথক পৃথক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি তার বক্তব্যে বলেন, আমরা আলোর পথে এগিয়ে যেতে চাই। সে জন্য দরকার আপনাদের সমর্থন। আপনারা আগামি নির্বাচনে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিন। নৌকাকে ভোট দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিন। আমরা আর অন্ধকারের দিকে পিছিয়ে যেতে চাই না। মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয়ের মাসে নৌকাকে আবারও বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন। যে নৌকায় ভোট দিয়ে আপনারা এদেশের স্বাধীনতা পেয়েছেন, যে নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন, যে নৌকায় ভোট দিয়ে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা গড়ে তোলবো। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। আপনারা প্রত্যেকে নুরুল আমিন রুহুল হয়ে ভোটারের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাগানবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জমাদার, যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মনির হোসেন বেপারী।
কৃষক লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম ফারুকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম মিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আবুল হাসেম, উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, কৃষক লীগ নেতা মিজানুর রহমান, ইলিয়াছ মিয়াজী, স্বপন মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহজালাল মাষ্টারের পরিচালনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সিকদার, মুরাদ হোসেন, নূর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ উল্লাহ ঢালী মঙ্গল, ইলিয়াছ মিয়াজী, স্বপন মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মী।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- নৌকায় ভোট দিয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলব
Post navigation

