স্টাফ রিপোর্টার
কেন্দ্রিয় গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর ও তার স্ত্রী শিরীন আক্তার জলি মক্কায় রওয়ানা দিয়েছেন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার সকালে তারা বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া হজের প্রথম ফ্লাইটে রওয়ানা দেন মক্কার উদ্দেশ্যে।
গতকাল বুধবার অ্যাড. সেলিম আকবর জানান, স্বল্প সময়ের মধ্যে তিনি ও তার স্ত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এই স্বল্প সময়ে তিনি অনেকের সাথে দেখা করে যেতে পারেননি। এজন্য তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, আইনজীবীসহ শুভাকাক্সক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি ও তার স্ত্রী যেনো সুন্দরভাবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে পারেন এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
৪ জুলাই, ২০১৯।