স্বামী-স্ত্রী আটক
নোমান হোসেন আখন্দ
পরকীয়ার ঘটনায় খুন হয়েছে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের বেলায়েত হোসেন রিপন (৩৫)। এ ঘটনার সাথে জড়িত উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা রিপনের পরকীয়া প্রেমিক আমেনা বেগম (৩০) ও তার স্বামী মো. ফজলুর রহমান (৪৫) কে আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি শনিবার (২৪ জুলাই) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ নিশ্চিত করেন। পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিলন মাহমুদ।
আটকরা পুলিশকে জানায়, মৃত যুবক বেলায়েত হোসেন রিপনের সাথে আমেনা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ২২ জুলাই রাতে রিপন আমেনা বেগমের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। ওই সময় আমেনার স্বামী রিপনকে দেখে ফেললে সে দৌড় দেয়। যাওয়ার সময় রিপন পথের মধ্যে জালে আটকা পড়ে। তখন ফজলুর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রিপনের মাথায় পিছন দিক থেকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ফজলুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম একসঙ্গে রিপনের গলায় রশি লাগিয়ে টেনে-হেচড়ে বিলের মধ্যে পানিতে ভাসিয়ে দেয়।
এদিকে রিপন হত্যার ঘটনায় তার স্ত্রী কুলসুম বেগম ২৩ জুলাই বাদী হয়ে শাহরাস্তি থানায় ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, শুক্রবার (২৩ জুলাই) সকালে রিপনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ ঘটনার রহস্য উন্মোচন করতে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আমরা ঘটনা সম্পর্কে জানতে পারি। নিহত যুবকের সাথে আটক গৃহবধূর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে রিপন ওই নারীর সাথে দেখা করতে গেলে তার স্বামী তাদের দেখে ফেলে। এরপর স্বামী-স্ত্রী যৌথভাবে এই হত্যাকাণ্ড ঘটায়।
পুলিশ সুপার আরো বলেন, আমেনা ও ফজলুর রহমানকে শুক্রবার দিনেই আটক করা হয়। তাদের শনিবার (২৪ জুলাই) সকালে জবানবন্দির জন্য চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় গঙ্গারামপুর গ্রামের খোকনের স্ত্রী কানন বেগম (৪০) মাঠে ছাগল চরাতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে এটি ওই গ্রামের মৃত মৌলভী মকছুদ আলীর ছেলে রিপনের মরদেহ বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শাহরাস্তি থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, নিহতের গলায় রশি বা কাপড় দিয়ে শ্বাস রোধ করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
২৪ জুলাই, ২০২১।