স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক অজ্ঞাত নারী তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছেন। নিজের নাম-পরিচয় বলতে না পারায় মানসিক রোগী এই নারীকে নিয়ে বিপাকে আছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলায় আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন আগে বৃষ্টির দিনে শহরের তালতলা এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিলেন এই অজ্ঞাত নারী। তার বয়স অনুমানিক ৩৫ বছর। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী বাড়ির পাশে বসে থাকে। এসময় তার পা দিয়ে রক্ত ঝড়ছিলো।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় যুবক মানিক, সোহেল রানা, সেলিম ও টিটুসহ কয়েকজন মিলে ওই এলাকার ২জন নারীর সহোযোগিতায় তাকে গোসল করিয়ে, নতুন পোষাক পরিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসেন এবং তার পায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। একদিন পর-পর তার পা ওয়াশ করা হয়।
উল্লেখিত যুবকরা জানান, আমরা প্রতিদিন সকালে এবং বিকেলে হাসপাতালে এসে ঐ নারীর খোঁজ-খবর নিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। কেউ যদি তাকে চিনেন তাহলে চাঁদপুর সদর হাসপাতালে ৪র্থ তলায় যোগাযোগ করার অনুরোধ জানান তারা।
এদিকে হাসপাতালের রোগী ও অন্যান্যরা উল্লেখিত যুবকদের মানবিক এ কাজের প্রশংসা করেন।
২৪ জুলাই, ২০১৯।