নারায়ন রবিদাস :
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে গ্রাম্য আদালতে সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে থেকে অনুষ্ঠিত র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী বিএসসি।
স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের এ অনুষ্ঠানে সহযোগী সংস্থা হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস (ব্লাস্ট)। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. খালেক পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা সোহেল পাটওয়ারী, উপজেলা ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহীন শহিদ, যুবলীগের সভাপতি ইয়াছিন পাটওয়ারী, সম্পাদক আলাউদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য কুসুম আক্তার, সম্পাদক খাদিজা বেগম, সাংগঠনিক সম্পাদক সাবিনা আক্তার, ছাত্রলীগের সভাপতি হোসেন শেখ রাজন, সম্পাদক শহিদ উল্ল্যা, ওই ইউনিয়নের নির্বাচিত সদস্য জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, আলী হায়দার উজ্জল, মাহীন সর্দার, জয়নাল আবেদীন, আকবর হোসেন, সলিম উল্লাহ টেলু, সাইফুল ইসলাম, মনির হোসেন, শিখা রানী ও জাহানারা বেগম, ইউনিয়ন পরিষদের কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।