আ. ছোবহান লিটন :
ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রথম অধিবেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান শওকত বিএসসি বলেন, একটি চক্র ইউপি নির্বাচনকে বানচাল করার জন্য মামলা হামলা করে নির্বাচিত প্রতিনিধিদের হয়রানী করে আসছে। কিন্তু সব মামলা থেকে মুক্ত হয়ে আজ থেকে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। আমি একটি স্কুলের প্রধান শিক্ষক, এই ইউনিয়ন আ’লীগের সভাপতি, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়াও আমার সহধর্মিণীও একজন শিক্ষক। আমরা বৈধভাবে যা বেতন পাই তা’ দিয়েই আমি সুন্দর মতে চলতে পারি। ইউনিয়নের সাধারণ মানুষের ক্ষতি করে আমি কোন কাজ করবো না, ইনশাল্লাহ। আজ থেকে আগামি ৫ বছর আমার ক্ষমতা বলবৎ থাকবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো এলাকার উন্নয়ন করার জন্য। দ্রুতই এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে ঘোষণা করবো।
সভায় সাবেক শিক্ষক ছৈয়দের রহমানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আহাম্মেদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু, উপজেলা ওলামা লীগের সভাপতি অধ্যক্ষ মাও. মিজানুর রহমান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আঃ খালেক পাটওয়ারী, সহ-সভাপতি মো. বাবুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. রবিউল, শহিদ, সোহেল পাটওয়ারী, সুমন ও আলাউদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি মোতাহার হোসেন, উপজেলা আ’লীগের সদস্য কামাল মিজি, সেলিম খাঁনসহ প্রত্যেক ওয়ার্ডের নির্বাচিত সদস্য-সদস্যাবৃন্দ।