স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি আজ চাঁদপুর ও শরীয়তপুর জেলা সফরে আসছেন। তিনি আজ বুধবার ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবন থেকে সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৬টায় লঞ্চ যোগে চাঁদপুর জেলার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকাল সাড়ে ৯টায় চাঁদপুর ঘাটে উপস্থিতি এবং স্পিডবোটযোগে শরীয়তপুর জেলার সখিপুর থানার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়ায় যাবেন। সকাল সাড়ে ১০টায় দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মাল বাজারে বাংলাদেশ আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন নেসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগদান করবেন। বেলা সাড়ে ১১টায় সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন নেসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগদান করবেন।
এনামুল হক শামীম দুপুর সাড়ে ১২টায় সখিপুর থানার তারাবুনিয়া-ফেরিঘাট সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ২টায় ভেদরগঞ্জ-কাশিমপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর পুলিশ লাইনসে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি ঢাকার উদ্দেশে শরীয়তপুর ত্যাগ করবেন।
- Home
- প্রথম পাতা
- পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম আজ চাঁদপুর আসছেন