ফরিদগঞ্জ ব্যুরো
দৈনিক আলোকিত চাঁদপুরের প্রতিনিধি ও ওয়েব পোর্টাল ক্রাইম নিউজের সম্পাদক মামুনুর রশীদ পাটওয়ারী পারিবারিক কলহের জের ধরে তার এক ভাইয়ের (বিডিআর’র এক সাবেক সৈনিক) হাতে নির্মম মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি কবি রূপসায়।
ঘটানার শিকার মামুন জানান, একই বাড়ির সোনা মিয়া পাটওয়ারী ছেলে বিডিআরের সাবেক সৈনিক সফিকুর রহমান ও তার ভাই আনোয়ার হোসেন টাকা পাওনা নিয়ে কথা কাটকাটির এক পর্যায়ে মামুনকে নির্মমভাবে মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বাড়ির পুকুরে ফেলে দেয়। সেখান থেকে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে তার চিকিৎসক ডা. মোজাম্মেল হক বলেন, তার শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানান এবং ঘটনার বিচারের দাবি জানান।
