পালিশারা সপ্রাবিতে শোক দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি শিবির নেতা!


স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে চিহ্নিত কেন্দ্রিয় শিবির নেতাকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় সমালোচনা ঝড় বইছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবক, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।
গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে ওই বিদ্যালয়ে চিহ্নিত শিবির নেতা কাজি সুফিয়ান সুমনকে বিশেষ অতিথি করা হয়। ওই অনুষ্ঠানে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করে। এতেই বিদ্যালয়ের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ব্যাপারে স্থানীয় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. খালেক মিজি বলেন, কাজী সুমন চিহ্নিত শিবির নেতা। তা এলাকার সবাই জানে। তার নেতৃত্বে আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নির্যাতিত হয়েছে। অথচ শোক দিবসের অনুষ্ঠানে তাকে বিশেষ অতিথি করা হয়, তা অত্যন্ত দুঃখজনক। আমরা এর বিচার চাই। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেয়াকত আলীকে অভিযুক্ত করেন।
ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল এবং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনাম হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, প্রধান শিক্ষক লেয়াকত আলী সরকারি কোন কর্মসূচিতে আমাদের জানান না। তারা বলেন, কেন্দ্রিয় শিবির নেতা কাজী সুমন তার নিজস্ব বাহিনী তৈরি করে এই এলাকাসহ দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করেন। সে এলাকায় আসলে নতুন নতুন লোকের আনাগোনা দেখি। যা সচরাচর অন্য সময়ে দেখা যায় না। তার দাপটে গত নির্বাচনে আমরা কথা বলতে পারিনি।
এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর মুঠোফোনে (০১৮১৬—০৭৩) বার বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. খোরশেদ আলম মারওয়ান জানান, এ ব্যাপারে আমি কিছুই জানি না। বিষয়টি জেনে পরে আপনার জানাবো বলে তিনি ফোনটি কেটে দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির আলম বুলবুল সরকারের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, প্রধান শিক্ষক কাজটি ঠিক করেননি। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

২৫ আগস্ট, ২০১৯।