ড্রেনেজ পরিষ্কারের উদ্যোগ
ফয়সাল আহমেদ
দীর্ঘ প্রতিক্ষার পর কচুয়া উপজেলার সাচার বাজারের ড্রেনেজ পরিস্কারের উদ্যোগ করা হয়েছে। এমন উদ্যোগ নেয়ায় পাল্টে যাচ্ছে পুরো বাজারের চিত্র। সাচার বাজারের প্রধান সড়কের দু’পাশে ড্রেনের ময়লা-আবর্জনা জমে থাকায় একটু বৃষ্টি হলে সড়কে পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণ চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বাজারের নতুন কমিটির নেতৃবৃন্দ প্রথমে বাজারের ড্রেনেজ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা। ইতোমধ্যে ড্রেন পরিস্কারের কার্যক্রম পরিদর্শন করেছেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।
জানা যায়, দীর্ঘদিন ধরে সাচার বাজারের অপরিকল্পিতভাবে ড্রেনের কারণে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বিগত সময়ে বাজার কমিটির কোনো উদ্যোগ না নেয়ায় ড্রেনগুলো ময়লা-আবর্জনা পরিপূর্ণ হয়ে যায়। যার কারণে বাজারের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়তে ব্যবসায়ীদের।
সাচার বাজারের ব্যবসায়ীরা জানান, এ বাজারে দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে ময়লা আবর্জনার দুর্গন্ধে আমরা নিয়মিতভাবে চলাফেরা করতে পারি না। বাজারের নতুন কমিটির নেতৃবৃন্দ ড্রেনেজ পরিস্কারের উদ্যোগ নেয়ায় তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানান তারা।
সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে সাচার বাজারের নানামুখী সমস্যা ছিলো। বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ওই বাজারের বিভিন্ন সড়কের ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত সব কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। যাতে করে এ বাজারের ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করে আসতে পারে। বাজারের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
০৮ সেপ্টেম্বর, ২০২৪।