দেশের মানুষ আ.লীগের দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে
…..এহছানুল হক মিলন
ফয়সাল আহমেদ
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ড. আনম এহছানুল হক মিলন বলেছেন, হত্যা, গুম, চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা-হামলা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। তারা বিএনপি নেতাকর্মীদের মামলা জড়িয়ে হয়রানির পর হয়রানি করেছে। তাদের অত্যাচার নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ৫ আগস্ট দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে।
তিনি শনিবার (৩১ আগস্ট) বিকালে কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সারফিন হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাজী আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সহ-সভাপতি আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, দপ্তর সম্পাদক শরীফুল হক শাহজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসুদ এলাহী সুভাস, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ প্রমুখ।
০১ সেপ্টেম্বর, ২০২৪।