ছাপা সংবাদপত্র এবং বইয়ের বিকল্প নেই ………..মুহম্মদ শফিকুর রহমান এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধন করেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। গতকাল শনিবার সকালে প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক, কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, সংবাদ প্রকাশে ভাষা ব্যবহারে সতর্ক থাকতে হবে। যেন এ ভাষা স্বশিক্ষিত, শিক্ষিতসহ দেশের সব অঞ্চলের পাঠক সহজেই বুঝতে পারে। সেই সাথে সংবাদকর্মীদের দেশী ও আন্তর্জাতিক সংবাদপত্রসহ নিয়মিত বই পড়তে হবে এবং চর্চা করতে হবে।
ছাপা সংবাদপত্র এবং বইয়ের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে সাংবাদিকতা অনেক সহজ হয়েছে। অনলাইনের কারণে ঘটনার সাথে সাথেই আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে যাচ্ছি। তবে ছাপা সংবাদপত্র ও বইয়ের বিকল্প নেই। পাঠকের চাহিদা পূরণে এবং সংবাদপত্রে আগ্রহ সৃষ্টিতে খবরের অন্তরালের খবর, বস্তুনিষ্ট, তথ্যানুসন্ধারী এবং ভিন্নতা থাকতে হবে।
শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশকে উর্বর করে দিয়ে গেছেন। সেই উর্বরতাকে কাজে লাগিয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বলিষ্ট ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বিশ্ব নেতৃবৃন্দ অবাক তাকিয়ে রয়। তারা প্রশ্ন করে, কি যাদু রয়েছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে।
প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সিনিয়র প্রশিক্ষক (উপ-পরিচালক) মোহাম্মদ মনিরুল ইসলাম কবির, কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সহ-সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর। বক্তব্য শেষে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন চ্যানেল আই’র সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান।
উল্লেখ্য, প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের সাংবাদিকতার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা এবং অজানা বিষয়গুলোকে জানানোর উদ্দেশ্যে এবং কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলার লক্ষ্যে এ বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে ৩ দিনব্যাপী (৩১ আগস্ট-২ সেপ্টেম্বর) এ বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী হবে।
০১ সেপ্টেম্বর, ২০১৯।