পুত্রবধূর মামলায় ছেলে আটকের কথা শুনে পিতার মৃত্যু


বিদেশ যাওয়া হলো না আব্দুল গনির!

নারায়ন রবিদাস
সৌদি আরবে যাওয়ার জন্য বিমানের ফ্লাইটের সময় ছিল সন্ধ্যা ৬টা ২০ মিনিট। কিন্তু ফ্লাইটের উঠার আগেই বাঁধ সাধে পুলিশ। স্ত্রীর দায়ের করা যৌতুক বিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে প্রবাসী আব্দুল গনিকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে প্রবাসী পুত্র আব্দুল গনি পুলিশের হাতে আটকের কথা শুনে পিতা গোফরান মিয়া (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অন্যদিকে পুলিশের হাতে আটক হওয়ায় আব্দুল গনিরও বিদেশ যাওয়া হলো না। আটকের ঘটনাটি সোমবার সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ও গোফরান মিয়ার মৃত্যুর ঘটনাটি গতকাল মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাও গ্রামে ঘটে।
জানা গেছে, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাও গ্রামের গোফরান মিয়ার ছেলে আব্দুল গনি ২০০৩ সালের ২৬ অক্টোবর একই উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রাবেয়া বেগমকে বিয়ে করে। তাদের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
রাবেয়া বেগম জানায়, ২০০৬ সালে সৌদি আরবে পাড়ি জমায় তার স্বামী আব্দুল গনি। এরই মধ্যে মাঝে মধ্যে ছুটি নিয়ে সে বাড়ি আসলেও তার তৃতীয় সন্তানটিকে মাতৃগর্ভে রেখে ২০১৫ সালে সে সর্বশেষ সৌদি আরবে ফিরে যায়। এরই মধ্যে সে ফেসবুকে খুলনা জেলার শারমিন ইসলাম মিথিলা নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ দেয়া ও খোঁজ-খবর নেয়া বন্ধ করে দেয়।
চলতি বছরের ২১ জুলাই আব্দুল গনি সৌদি আরব থেকে দেশে আসছে সংবাদ পেয়ে তাকে বাড়ি আনার জন্য ঢাকা বিমানবন্দরে যান রাবেয়া বেগম। কিন্তু আব্দুল গনি ফরিদগঞ্জে না এসে চলে যায় খুলনায় শারমিন ইসলাম মিথিলা কাছে। সেখানে সে রাবেয়ার (প্রথম স্ত্রীর) অনুমতি ছাড়াই শারমিন ইসলাম মিথিলাকে বিয়ে করে।
বিয়ের সংবাদটি জানতে পেরে রাবেয়া বেগম চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২৮ জুলাই যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের (সি আর ৩৮১/১৯) করেন। ঐ মামলায় ২৩ আগস্ট আব্দুল গনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
এরই মধ্যে রাবেয়া বেগম জানতে পারে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আব্দুল গনি একটি এয়ারলাইন্সে করে পুনরায় সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেই অনুযায়ী রাবেয়া আগে থেকেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান গ্রহণ করে। আব্দুল গনি বিমানবন্দরে পৌঁছার সাথে-সাথে রাবেয়া বেগম তাকে জাপটে ধরে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে নিশ্চিত করে ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে। পরে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ সোমবার রাতেই বিমানবন্দর থেকে আব্দুল গনিকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর আদলতে প্রেরণ করে।
এদিকে পুত্রবধূ রাবেয়া বেগমের মামলায় প্রবাসী পুত্র আব্দুল গনি পুলিশের হাতে আটকের কথা শুনে গতকাল মঙ্গলবার সকালে পিতা গোফরান মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব আব্দুল গনিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ সেপ্টেম্বর, ২০১৯।