পুরাণবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করায় অর্থদণ্ড

শাহ আলম খান
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় পুরাণবাজারের পাঁচতারা ফ্যাক্টরীর মালিক মুনসুর আহমেদকে ৭ হাজার টাকা দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কারখানা মালিককে সতর্ক করে দেয়া হয়।
গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আগত ক্যাপ্টেন সায়েম ও সেনা সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেনাবাহিনীকে সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় টহলরত থেকে হ্যান্ড মাইকের সাহায্যে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টাইন মেনে চলতে বলা হয়।
রমজানে বাসায় থেকে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করে করোনামুক্ত বাংলাদেশ তথা বিশ্ব কামনা করতে ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি উদাত্ব আহ্বান করা হয়।

১৩ মে, ২০২০।