
অশুভ শক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার হবো
…….সুজিত রায় নন্দী
স্টাফ রিপোর্টার
পুরাণবাজার হরিসভা মন্দিরে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে গত শুক্রবার রাত ৮টায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার পক্ষ থকে জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। কয়েকজন ৩ আগস্ট নদী ভাঙন শুরু হলে আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছিল। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে পানিসম্পদমন্ত্রীকে চাঁদপুরে এনেছি। আপনাদের এই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছি। মেঘনার ভাঙনে হাজার হাজার একর সম্পত্তি বিলীন হয়ে গেছে। তা দেখার কেউ ছিল না। বর্তমান সরকার ১১শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যত বরাদ্দ লাগবে চাঁদপুরকে সরকার রক্ষা করবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যেমন আন্তরিক তেমনি তিনি যা বলেন তাই করেন। ৩ দিন আগে মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা। চাঁদপুর যতদিন থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁদপুরবাসী কৃতজ্ঞচিত্রে স্মরণ করবে। চাঁদপুর হলো ব্র্যান্ডিং জেলা। তাই ইলিশের বাড়ি চাঁদপুর করা হয়েছে। আমরা সবাই আসুন অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করি। এই সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। প্রত্যেকটি ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে মানুষ সৃষ্টির সেরা জীব। মানব সেবায় সবসময় নিজেকে নিয়োজিত করবেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন অসুরদের দমন করার জন্য। সব অশুভ শক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। চাঁদপুরকে ভালোবাসি বলে দলমতের উর্ধ্বে ধর্মকে রাখতে হবে।
পুরাণবাজার হরিসভা মন্দির জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অনন্ত চক্রবর্তীর সভাপতিত্বে এবং কার্তিক সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তমাল ভৌমিক, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, হরিসভা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক বিমল চৌধুরী। সবশেষে সোমা দত্তের পরিচালনায় নৃত্য নাট্য পরিবেশিত হয়।
নিউজের সাথে ছবি – ০৮
২৫ আগস্ট, ২০১৯।