পুরাণবাজারে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

শ্রীকৃষ্ণ অপশক্তির বিরুদ্ধে অবতীর্ণ হয়ে ধর্ম সংস্থাপন ও অশক্তির বিনাস করেছেন
………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পুরাণবাজার দাসপাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব এটি। ধর্ম নিরপেক্ষতা নিয়ে অনেক ঘটনাই ঘটেছে। সমাজের ও রাষ্ট্রের বড় শক্তি হলো জন্মাষ্টমী উৎসব। আর এ উৎসবে শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তাই এটি রাষ্ট্রীয় উৎসব। শেখ হাসিনা ধর্ম নিরপেক্ষতায় বিশ^াস করেন। যারা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা রাষ্ট্র ক্ষমতায় এসে ধর্মান্ধতা সৃষ্টি করে দেশকে ধ্বংসের দিকে নিতে চেয়েছিল। এ ধরনের ধর্মীয় প্রতিহিংসা বন্ধ করতে হবে। অসাম্প্রদায়িকতা সত্যি বাংলাদেশের এক বড় শক্তি। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সবাই ধর্মীয় উৎসব আনন্দ ঘন পরিবেশে পালন করে থাকি। এটাই হলো অসাম্প্রদায়িকতা। যখন স্বাধীনতা বিরোধীরা হানাদিয়ে সংঘাত সৃষ্টি করে, সেই অপশক্তি আমাদের ভালকিছু বয়ে এনে দিতে পারেনা। তাদের প্রতিহত করতে হবে। শ্রীকৃষ্ণ অপশক্তির বিরুদ্ধে অবতীর্ণ হয়ে ধর্ম সংস্থাপন ও অশক্তির বিনাস করেছেন।
তিনি আরো বলেন, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ সহসা শুরু হবে। আগামি বছর আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবো। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. সামছুল আলমকে বলেছি চাঁদপুরের উন্নয়ন এখন শুধু আমার একার নয়। তিনি চাঁদপুরের নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে প্রতিশ্রুতি দিয়েছেন। তাছাড়া পানিসম্পদ প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে চাঁদপুরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার কাজ চলছে। পুরাণবাজার দাসপাড়া দুর্গা মন্দিরে নাট মন্দির করার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
রাজীব দে’র সভাপতিত্বে এবং দুর্গা মন্দির ও কালি মন্দির কমিটির উপদেষ্টা দুলাল দাসের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, হরিবোলা সমিতির সভাপতি অজয় ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রোটারিয়ান অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, মুক্তিযোদ্ধা অ্যাড. মনোয়ারুল ইসলাম, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান গোপাল সাহা, সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম, সাংগঠনিক সম্পাদক তমাল ভৌমিক, বাসুদেব মজুমদার, রাধা গোবিন্দ গোপ।
আলোচনা সভা শেষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করন কৃষ্ণ লিলা দাসি, রনজিত দাস ও সুকুমার দাস। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
০২ সেপ্টেম্বর, ২০২১।