এস এম সোহেল
চাঁদপুর শহরের পুরাণবাজারে অভিভাবক, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বখাটে-ইভটিজারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুরাণবাজার পুলিশ ফাঁড়ি।
গত ৭ দিন যাবত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বখাটে ইভটিজারদের বড় ও রঙিন চুল কর্তন করছে পুলিশ। এ পর্যন্ত ২ শতাধিক বখাটেদের বড় ও রঙিন চুল কর্তন করা হয়। এসময় বখাটেদের অভিভাবকদের সন্তানের উপর নজর রাখতে ফাঁড়িতে ডেকে এনে সতর্ক করে দেন পুলিশ। পুরাণবাজার পুলিশ ফাঁড়ির অর্থায়নে পুরাণবাজারের বিভিন্ন সেলুনে বড় চুল ছোট ও রঙিন চুল কালো করা হচ্ছে।
এ ব্যাপারে পুরাণবাজারের এক অভিভাবক জানান, আমার ছেলে আমার কথা শুনে না। সে চুল কালার করেছে। চুলের জন্য তার চেহারা দেখা যায় না। তাকে চুল কাটতে বলে সে গালমন্দ করে। তাই ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেছি।
এ ব্যাপারে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বখাটে ও ইভটিজারদের বিরুদ্ধে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির অভিযান অব্যাহত রয়েছে। কিছু-কিছু উঠতি বয়সি কিশোর রোমিও সাজতে বড়-বড় চুল রেখে, কালার করে বাজে আড্ডা দেয়া, ইভটিজিং করাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরছে। এসব বখাটেদের ব্যাপারে অভিভাবক, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিজেদের অর্থায়নে ২ শতাধিক জনের চুল ছোট করে দেয়া হয়েছে। এটা সতর্কতামূলকভাবে করা হয়েছে। সন্ধ্যার পর কোন শিক্ষার্থী ও উঠতি বয়সী কিশোর রাস্তায় পেলে ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
০৩ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পুরাণবাজারে বখাটেদের বড় ও রঙিন চুল কর্তন করলো পুলিশ
Post navigation


