পুরাণবাজার ডিগ্রি কলেজ পরিদর্শনে শ্রীলংকার সাবেক শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটাতে হবে
—- প্রফেসর ড. মোহন লাল গ্রিরো



শাহ আলম খান
শ্রীলংকার সাবেক শিক্ষা উপ-মন্ত্রী প্রফেসর ড. মোহন লাল গ্রিরো এমপি বলেছেন, একজন সাধারণ মানুষের মধ্যেও অনেক প্রতিভা লুকিয়ে থাকে। প্রতিভার বিকাশ ঘটাতে হয়। তিনি উদাহরণ স্বরূপ বলেন, ইংল্যান্ডের একজন সাধারণ নাগরিক মাইকেল প্যারাডে বিদ্যুৎ আবিস্কার করেন। তার আবিস্কারের ফলেই ইংল্যান্ডের রানী এখন বিদ্যুৎ বহুমুখি সুবিধা ভোগ করছেন। সারা বিশে^র প্রযুক্তিগুলো আজ সেই বিদ্যুতের উপর নির্ভরশীল।
গতকাল বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশে আসলে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিভা কোথায় আছে তা বলা যায় না। তোমাদের মাঝেও প্যারাডের মত প্রতিভা আছে। প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের গর্ব। তিনি দেশ স্বাধীন করে দিয়েগেছেন। তোমাদের কাজ হচ্ছে এখন দেশ গঠন করা। শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি শিক্ষামন্ত্রীর ডা. দীপু মনির প্রশংসা করে বলেন, তিনি একজন দক্ষ রাজনীতিবীদ। তিনি শিক্ষার গুণগত মান উন্নতি করণে চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন।
সভায় সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ফাহাদ বিন রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রধান অতিথির সহধর্মিণী কুমারি গ্রিরো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) শাহেদুল খবির চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন।
উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জামাল হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অসিত বরণ দাস, মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) রুহুল আমিন, উপ-পরিচালক সৈয়দ মাইনুল হোসেন, সহকারী পরিচালক রূপক রায়, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য তমাল কুমার ঘোষ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে কলেজের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়। অতিথিদের সম্মানে কলেজের শিক্ষার্থীরা নৃত্য সংগীত পরিবেশন করেন।