স্টাফ রিপোর্টার
একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি কুখ্যাত ডাকাত সর্দার আজীজ শেখকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনির নেতৃত্বে আটক করতে সক্ষম হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে চাঁদপুর-পুরাণবাজার থেকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার তার বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ডাকাত আজীজ সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মুসলিম শেখের ছেলে। তার বিরুদ্ধে উপজেলার বাকিলা গ্রামে ডাকাতির অভিযোগসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ।
ডাকাত সর্দার উদ্ধার অভিযানে অফিসার ইনচার্জের সাথে ছিলেন নবাগত পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ, এস আই সুমন ও হাসানসহ পুলিশ সদস্যবৃন্দ।
