পুরাণবাজার বালিকা উবিতে লাল কার্ড প্রদর্শন ও লিফলেট বিতরণ


স্টাফ রিপোর্টার
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পের উদ্যেগে যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে পুরাণবাজার বালিকা উবিতে লাল কার্ড প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, সহকারী প্রধান শিক্ষক মো. আলী হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ ৪ শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের মাঝে নারী, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে হটলাইন নম্বর সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের শিক্ষক কানিজ বতুল চৌধুরী।

০৯ আগস্ট, ২০১৯।