পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে


ভোরের চোখ,খেলার খবরঃ ইংল্যান্ড সিরিজের আগেই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছাবে তারা। সিরিজটিকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি চলছে পুরোদমে। কাগজে-কলমে আফগানিস্তান কিছুটা পিছিয়ে থাকলেও এই সিরিজে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

অবশ্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল এখনো চূড়ান্ত হয়নি। এই সম্পর্কে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদমাধ্যমকে বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান যথেষ্টই ভালো দল। তা ছাড়া আমরা নয় মাস ধরে খেলার বাইরে। তাই আফগানিস্তানকে মোটেও হালকাভাবে দেখার অবকাশ নেই। তাদের বিপক্ষে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামব আমরা।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন ইংল্যান্ড দল বাংলাদেশে এসে পৌঁছাবে। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৩০ সেপ্টেম্বর তাদের বাংলাদেশে আসার কথা। প্রতিপক্ষ দলে দ্রুতগতির বোলারের কথা বিবেচনা ফ্ল্যাট উইকেট তৈরির পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ।

এই সম্পর্কে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘ইংল্যান্ড দলে বেশ কয়েকজন দ্রুতগতির পেস বোলার রয়েছেন। সে বিবেচনা করে স্বাগতিক দল হিসেবে আমরা ফ্ল্যাট উইকেট চেয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে আমাদের স্পিননির্ভর দল গড়ার পরিকল্পনা রয়েছে।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৫ সেপ্টেম্বর। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।

এরপরই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। সিরিজের সূচিও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।

এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।