স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার পূর্ব চান্দ্রাস্থ খানকায়ে এনায়েতীয়া সাইফিয়া নক্সবন্দীয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সাইফুল্লাহ নক্সবন্দী মুজাদ্দেদী (রা.) এর ৩য় ওফাত দিবস উপলক্ষে ২ দিনব্যাপী ৪৫তম এশায়াত সম্মেলন ও ওরছে আযম মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ও রোববার সম্মেলন ও মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন পীর মাও. ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ নক্সবন্দী মুজাদ্দেদী। দোয়াগীর ছিলেন ভারতের শিরহিন্দে অবস্থিত হযরতে মুজাদ্দেদ আল ফেসানী (রা.) এর দরবার শরীফের দোয়াগীর মাও. আতিকুল্লাহ খান মুজাদ্দেদী।
প্রতিদিন বাদ আসর হতে সারা রাতব্যাপী ওয়াজ-নসিহত, খতম, জিকির, মিলাদ, নফল এবাদত অনুষ্ঠিত হয়। শেষ দিন বাদফজর আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের উন্নতি, সমৃদ্ধি, বিভিন্ন প্রকার বালা-মসিবত থেকে দেশবাসীর হেফাজত কামনা এবং সারা পৃথিবীর মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। মাহফিলে দেশ-বিদেশের অনেক খ্যাতনামা সুন্নি আলেমরা বয়ান পেশ করেন।
প্রথম দিনের প্রধান আলোচক ছিলেন ফরিদগঞ্জ মজিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ড. এ কে এম মাহবুবুর রহমান। বিশেষ মেহমান ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সায়েদ সরকার ও বর্তমান চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
দ্বিতীয় দিনের প্রধান মেহমান ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান। বিশেষ মেহমান ছিলেন এশায়াত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আলহাজ এম এ বারী খান। বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা ড. সাইফুল ইসলাম আল আজহারী, মাও. জাহাঙ্গীর আলম মুজাহেদী, মাও. ড. জসিম উদ্দীন আযহারী, প্রকৌশলী আলহাজ মো. মাহফুজুর রহমান, এশায়াত কেন্দ্রিয় কমিটির মহাসচিব ড. আ্যাড. মো. কামরুল হাসান। মাও. মোতাহের হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
০৫ আগস্ট, ২০১৯।