চাঁদপুরে এক বছরে সড়ক দুর্ঘটনায় ৫০ প্রাণ ঝরে গেছে
………পুলিশ সুপার জিহাদুল কবির
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে পেশাদার চালকদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্সে এ কর্মশালার আয়োজন করা হয়।
চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) ফয়সাল আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির।
চালকদের উদ্দেশ্যে প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, পত্রিকায় দেখেছি চাঁদপুরে এক বছরে প্রায় ৫০ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইন আছে, তা আপনাদের মানতে হবে। চালকের ভুল সিদ্ধান্তের কারণে অনেকগুলো প্রাণ ঝরে যেতে পারে। এ ক্ষেত্রে আপনাদের অধিকতর সতর্ক হতে হবে। সড়কে পথচারী অস্বাভাবিক আচরণ করতে পারে, আপনি তখন হেয়ালি করতে পারবেন না। কারণ আপনার জীবনের সাথে অনেকগুলো জীবন জড়িত। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর যেন সেই কান্না দেখতে না হয়। চাঁদপুরের সড়কে চাঁদামুক্ত করার চেষ্টা করা হচ্ছে। চাঁদাবাজ মুক্ত পরিবেশ উপহার দিতে চাই।
ট্রাফিক ইন্সপেক্টর মো. ই¯্রাফিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বিআরটিএ’র পরিদর্শক মো. জিয়া উদ্দিন, চাঁদপুর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী শাহরিয়ার হোসেন ওমর ফারুক।
কর্মশালায় প্রায় শতাধিক পেশাদার চালক অংশগ্রহণ করেন। চালকদের পক্ষে কয়েকজন বিভিন্ন আইন ও নিয়ম সম্পর্কে সরাসরি প্রশ্ন করেন এবং তাদের অভিমত প্রকাশ করেন।
১৬ জুলাই, ২০১৯।