পৌর মেয়র লিপনের নেতৃত্বে হাজীগঞ্জে বিশাল শোক র‌্যালি


মোহাম্মদ হাবীব উল্যাহ্
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে শোক র‌্যালি, শোকসভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট সকালে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে এ শোক র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি পৌরসভা থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভাকক্ষে শোকসভাস্থলে এসে শেষ হয়। এর আগে সব কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান মেয়র।
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, ইতিহাসের নৃশংস ও ঘৃণ্যতম হত্যাকা- হচ্ছে বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা। এ হত্যাকা-ের সাথে জড়িতদের অন্যতম কুলাঙ্গার হাজীগঞ্জের তথা জেলার কলঙ্ক রাশেদ চৌধুরীকে বিদেশ থেকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।
তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা জাতির জনকের সব খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করলে বঙ্গবন্ধুর আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতার স্বাদ আমরা পেতাম না। আর দেশ স্বাধীন না হলে, আপনি, আমি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ-কর্মকর্তাসহ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না।
পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন আখতারের সঞ্চালনায় শোকসভায় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান প্রমুখ। এ সময় অন্য কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

২০ আগস্ট, ২০১৯।