পৌর যুবদলের আহ্বায়ক খোকার পিতার দাফন সম্পন্ন

এস এম সোহেল
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও পৌর যুবদলের আহ্বায়ক শাজাহান কবির খোকার পিতা আব্দুর রব মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ এশা শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মিশন রোড আলী রাজা জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসেন। রাতে মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়ন কুমারডুগী আলুমুড়া গ্রামের তালুকদার বাড়ি প্রাঙ্গণে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরীর পরিচালনায় তার কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সফিউদ্দিন আহমেদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু ও পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে আলহাজ মো. হুমায়ুন কবির।
জানাজায় অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, কোষাধ্যক্ষ মো. আবদুল কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সহ-দফতর সম্পাদক শরীফ আহমেদ খান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম হোসেন মিয়াজী, জেলা যুবদলের সভাপতি মো. মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আল রবিন, চাঁদপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, মরহুমদের ছেলে ও পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্যসহ জেলা, পৌর, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুর জেলা বিএনপির শোক : চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও পৌর যুবদলের আহ্বায়ক শাজাহান কবির খোকার পিতা আব্দুর রব মিয়ার মৃত্যুতে দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কেন্দ্রিয় যুবদল সভাপতি/সম্পাদকের শোক : চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকার পিতা আব্দুর রব মিয়া গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন, সহযোদ্ধা শাহজাহান কবির খোকার পিতার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন। শোকবার্তা প্রেরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

১০ ডিসেম্বর, ২০২৪।