প্রতিষ্ঠাবার্ষিকীতে চরভৈরবীতে ছাত্রলীগের বিশাল মিছাল

সাহেদ হোসেন দিপু
চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করার লক্ষ্যে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান করার লক্ষ্যে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শিমুল চৌকদারের সহযোগিতায় ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল বেপারী নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি চরভৈরবী পাঠান মোড় থেকে চরভৈরবী লঞ্চঘাট থেকে লঞ্চ যোগে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাব্বীর আহমেদ নাঈম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম শরীফসহ চরভৈরবী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
৬ জানুয়ারি, ২০২১।