প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌর যুবলীগের বর্ণাঢ্য র‌্যালি

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ যুবলীগ কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, কোষাধ্যক্ষ আশফাকুল আলম চৌধুরী, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান।
পৌর যুবলীগের আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মহিবুর রহমান খোকন, কাজী গোলাম সরোয়ার দিদার, কাজী জাকির, আবু সুফিয়ান ও জসিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা নাহিদুল ইসলাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আরিফ আলম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী প্রমুখ।
এসময় পৌর আওয়ামী যুবলীগের ১নং ওয়ার্ড সভাপতি সুমন সাহা, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, ২নং সভাপতি নন্দু দাস, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ৩নং সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল, ৪নং সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মহন, ৫নং সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক মিলন, ৬নং সভাপতি ইয়াছিন বাপ্পী, সাধারণ সম্পাদক মহিসন, ৭নং সভাপতি কাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, ৮নং সভাপতি কাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ কাজী, ৯নং সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ১০নং সভাপতি আজিম মজুমদার, সাধারণ সম্পাদক সোহেল, ১১নং সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক জসিম, ১২নং সভাপতি শাহআলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুবলীগ নেতা-কর্মী-সমর্থকরা প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট পড়ে বর্ণিল সাজে নৌকা, রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, ভুভুজেলা বাজিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহণ করে।