প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও কেক কাটা

ইল্শেপাড় মাটি ও মানুষের কথা বলে

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সিকি কোটি মানুষের মুখপত্র দৈনিক ইল্শেপাড়ের ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং কেক কাটার আয়োজন করা হয়। শনিবার (৮ জুন) বিকাল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হাজি হযরত আলী বেপারীর সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইল্শেপাড়ের প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাধারণ সম্পাদক কাদের পলাশ, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শওকত আলী ও সিনিয়র সাংবাদিক আব্দুল গণি।
প্রত্রিকার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ প্রতিনিধি আলহাজ এসএম চিশতী, স্টাফ রিপোর্টার সজীব খান, ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নবী নোমান, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্, ফরিদগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান ও রুহুল আমিন খান স্বপন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক ইল্শেপাড়ের আগামির পথ চলার শুভ কামনাসহ এ জেলার মাটি ও মানুষের কথা বলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, পত্রিকাটি ২০০৬ সালের এই দিনে জেলাবাসীর মুখপত্র হিসেবে পাঠকমহলে আগমন করে। শুরু থেকেই জেলার সর্বমহলে পত্রিকাটি আলোচিত হয়ে আসছে তার লিখনির মাধ্যমে। জেলার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে পত্রিকাটি আগামিতে আরো ভালো করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা জাকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, পত্রিকার সহকারী সম্পাদক মনির হোসেন, যুগ্ম-বার্তা সম্পাদক এসএম সোহেল, সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম, স্টাফ রিপোর্টার মাজহারুল করিম সুমন, ডিকে সোলাইমান, বিধান দাস, চাঁদপুর সদর উপজেলা প্রতিনিধি নূরে আলম খান, আল-আমিন ছৈয়াল, ফরিদগঞ্জ প্রতিনিধি আবু তালেব সর্দার, সৌদি আরব প্রতিনিধি সাগর চৌধুরী, অফিস সহকারী মোবারক হোসেন ও শান্ত লোধসহ আরো অনেকে।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পত্রিকার বিশেষ প্রতিনিধি মাও. মোসাদ্দেক আল আকিব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশেষ প্রতিনিধি আলহাজ এসএম চিশতী।
আলোচনা সভা শেষে পত্রিকার প্রধান উপদেষ্টা এবং সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমানের মা জাহান আরা বেগম, ভারপ্রাপ্ত সম্পাদক মরহুম মাও. এসএম আনওয়ারুল করিম এবং মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবের শিশু কন্যাসহ সব মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

০৯ জুন, ২০২৪।