প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালকের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রকল্প পরিদর্শন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবন বাসন উন্নয়ন গৃহীত কর্মসূচির আওতায় বরাদ্দকৃত প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা বালিয়া ত্রিপুরা জাতির সমাজ উন্নয়ন সংস্থার কার্যক্রম সরজমিনে গিয়ে তিনি পরির্দশন করেছেন।
এ সময় তিনি সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত কর্মকা- দেখে সন্তোষ প্রকাশ করে সংশি¬ষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অত্যন্ত সফলভাবে পরিচালিত এই সংস্থার কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিষন ২০২১-২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং চাঁদপুরের মতো সারাদেশে এই কার্যক্রম গ্রহণ করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। পরে বালিয়া ত্রিপুরা জাতির সমাজ উন্নয়ন সংস্থার কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
কম্পিউটার প্রশিক্ষক মো. তানভীর আহম্মেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা জাতির সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি নিমাই ত্রিপুরা, শুকরঞ্জন ত্রিপুরা, প্রবির ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুভাষ ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক মহারাজ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্রদিপ কুমার ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক রাখাল ত্রিপুরা, কোষাধক্ষ খোকন ত্রিপুরা, শিক্ষা সম্পাদক পলাশ ত্রিপুরা, সহ-শিক্ষা সম্পাদক শ্যামল ত্রিপুরা, প্রচার সম্পাদক রাজ কুমার ত্রিপুরা, সমাজ কল্যান সম্পাদক দিলীপ ত্রিপুরা, যুব ক্রীড়া সম্পাদক বাবুল ত্রিপুরাসহ প্রশাসন, সমাজ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।

০৯ অক্টোবর, ২০১৯।