স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, একটি স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, স্বনির্ভর সোনার বাংলার স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অসামান্য আত্মত্যাগ এবং সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালে আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বনির্ভর সোনার বাংলা গড়ার অগ্রযাত্রাকে দীর্ঘদিনের জন্য থামিয়ে দিয়েছিল। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। উন্নয়নে বাংলাদেশ আজ সারা বিশ্বের রোল মডেল। বহু সূচকে বাংলাদেশ এখন বিশ্বের অনেক শীর্ষ দেশকে ছাড়িয়ে গেছে। এটা সম্ভব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার অকৃত্রিম অফুরন্ত দেশপ্রেম, দেশের মানুষের প্রতি গভীর মমত্ববোধ, প্রশ্নাতীত সততা, নিষ্ঠা, অসামান্য প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে। জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে। ইনশাল্লাহ ২০৪১ সালের পূর্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের শীর্ষস্থানীয় উন্নত সমৃদ্ধ দেশ। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে আলহাজ ওচমান গনি পাটওয়ারী এসব কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শাহাদাতবরণকারীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো মা-বোন এবং এদেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া দেশপ্রেমিক নাগরিকদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি। স্মরণ করেছেন দলের মরহুম/প্রয়াত সকল নেতা-কর্মী-সমর্থককে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের বলিষ্ঠ দক্ষতায় দল ও দেশের নেতৃত্ব দেওয়ায় তাঁদেরকে জানিয়েছেন অসীম কৃতজ্ঞতা।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী-সমর্থকসহ চাঁদপুর জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। সোনার বাংলা প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের দেশপ্রেম নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সকল সফলতা ও উন্নয়ন কর্মকান্ডের বার্তা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ স্বগৌরবে এগিয়ে যাবে উন্নত বাংলাদেশের অভিযাত্রায়।
- Home
- প্রথম পাতা
- প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে