প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সিপিএ’র নির্বাহী কমিটির নতুন চেয়ারপার্সনের কুশল বিনিময়

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার রাতে গণভবনে কমনওয়েলথ দেশসমূহের সংসদীয় ফোরাম সিপিএ’র নির্বাহী কমিটির নতুন চেয়ারপার্সন ও ক্যামেরুনের ন্যাশনাল অ্যাসেম্বলী ডেপুটি স্পিকার এমিলিয়া মনজোরা লিফাঙ্কা এবং কমনওয়েলথ পার্লামেন্টারী কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এসময় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, প্রধানমন্ত্রী উপদেষ্টাসহ অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। -ইলশেপাড়