মনিরুল ইসলাম মনির
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর-দক্ষিণ মহিলা লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীনা।
গতকাল সোমাবার বিকালে গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হানিফ দর্জির সার্বিক ব্যবস্থাপনায় ইউপি ভবন কমপ্লেক্স মাঠে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সালেহা বেগমের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান ওয়াদুদের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মহিলা লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহফুজা বেগম ও মহিলা নেত্রী শাহনাজ পারভীন।
সুবর্ণা চৌধুরী বীনা বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন ও আদর্শের প্রতীক। শেখ হাসিনাই বাংলাদেশের ঠিকানা, আমাদের উন্নয়নের ঠিকানা এবং আমাদের বিশ্বাসের ঠিকানা। শেখ হাসিনা উন্নয়ন এবং বঙ্গবন্ধুুর আদর্শের প্রতীক। তাই শেখ হাসিনার জন্য দোয়া করা সবার নৈতিক দায়িত্ব। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে স্বাধীনতা ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই উন্নয়ন হয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। নারী সমাজের অগ্রসরতায় বিস্ময়কর সফলতা অর্জনের ফলে বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নে বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই নারী উন্নয়নসহ সব ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

