প্রশাসনের উদ্যোগে ফরিদগঞ্জে নির্বাচনী ব্যানার-বিলবোর্ড অপসারণ

ফরিদগঞ্জ ব্যুরো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণার ব্যানার-বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিনের নেতৃত্বে পুলিশের সহায়তায় গতকাল রোববার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে এ অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ফরিদগঞ্জ পৌরসভার এলাকার টিএন্ডটি মোড় থেকে শুরু করে বাসস্ট্যান্ড পর্যন্ত সব ধরনের ব্যানার-বিলবোর্ড অপসারণ করেন তারা।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী আফরোজ বলেন, নির্বাচনী প্রচারণার ব্যানার ও বিলবোর্ড অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও যদি কোন প্রার্থী এমন প্রচারণায় লিপ্ত থাকেন তাহলে আমরা নির্বাচনী আচরণ বিধি অনুসারে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবো।